র্যাব-৮’র অভিযানে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অভিযানে বিদেশি অস্ত্রসহ মো. গিয়াস উদ্দিন নলী নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ চর-আইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় গিয়াসের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বরিশাল র্যাব-৮ সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বরিশাল র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মো. গিয়াস-কে আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে গিয়াসের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
এছাড়াও গিয়াসের নামে বরিশাল এবং মাদারীপুর জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।