বরিশালে বিমান বাংলাদেশের একদিনের ফ্লাইট বাতিল
কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একদিনের যাত্রাবাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ত্রুটিপূর্ণ একটি যাত্রীবাহী উড়োজাহাজ।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে বরিশাল বিমানবন্দর ত্যাগ করার কথা থাকলেও হঠাৎ করে উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়ায় তা আর সম্ভব হয়নি।
ফলে রোববারের যাত্রাবাতিল করে সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় যাত্রীদের জন্য রি-সিডিউল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কিছু কিছু যাত্রীদের বিমানের বুকিং টিকিটের মূল্য ফেরত দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বার্তা২৪.কমকে জানান, হঠাৎ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়ায় ঢাকার উদ্দেশে বরিশাল বিমানবন্দর ছেড়ে যায়নি উড়োজাহাজটি। তবে ক্রটি সমাধানের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞরা বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এসে সমস্যা দেখে এর সমাধান করবেন বলেও জানান এই কর্মকর্তা।