বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় রাকান (৫) ও শেফালী (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর শেরে বাংলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে রাকানের মৃত্যু হয়।
নিহত রাকান ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও নৌ-বাহিনীর পেটি অফিসার রফিকুল ইসলামের ছেলে।
মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বার্তা২৪.কমকে জানান, বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সকালে শিশু রাকানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব না হলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন এলাকায় অটোতে ইঞ্জিনের সঙ্গে চাদর পেচিয়ে গলায় ফাঁস লেগে শেফালী বেগমের মৃত্যু হয় ।
মৃত শেফালী কাজীরহাট থানাধীন কাজিরবাদ এলাকার মৃত জামাল খানের স্ত্রী।
জানা গেছে, কাজীরহাট থানাধীন গাবতলী এলাকা থেকে অটোতে চরে কাজিরবাদ যাচ্ছিলেন শেফাল বেগম। মধ্যপথে দীঘিরপাড় নামক এলাকায় তার শরীরে জড়ানো চাদর অটোর ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম।