ঝালকাঠিতে ৮ মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠিতে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে আট জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ এ সময় তাদের দেহ তল্লাশি ৪৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪০০ টাকা, ১২ টি মোবাইল ও ১৯টি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. জসিম হাওলাদার (২৮), মো. জামাল খান (৬০), মো. কামরুল ইসলাম (৩৯), আওলাদ হোসেন মৃধা (৪৮), মো. সেলিম হাওলাদার, মো. মিজানুর রহমান, মো. মিরাজ হাওলাদার (৩৪), মো. জলিল তালুকদার (৬২)। তাদের বাড়ি ঝালকাঠি ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাবাদ গ্রামের রিপন মৃধা এর নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের ভিতরের পশ্চিম পাশের কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়/বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ ভিযানিক দল তাদেরকে আটক করে। পরে র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।