মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান হাউজিং এর প্রধান সড়ক ও ১ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে পৌনে দুইটা পর্যন্ত  ডিএনসিসির অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় দোকানপাট বন্ধ করে সরে পড়া প্রায় ১২০টি দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় ২টি দোকান থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি হোল্ডিং থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারি 'রওজা ফুড' এর কারখানা সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটিকে ৩ দিনের সময় দেয়া হয়েছে। অন্যথায় নিয়মিত মামলা করা হবে।

বিজ্ঞাপন