ধোবাউড়ায় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ধােবাউড়ায় অটোরিকশার ধাক্কায় মনসুরা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মানসুরা ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও দুধনই গ্রামের কৃষক মঞ্জুরুল হকের একমাত্র মেয়ে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বার্তা২৪.কম-কে জানান, স্কুল থেকে বের হয়ে দুধনই বাজারে যাওয়ার পথে একটি অটোরিকশা মানসুরাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন