শিল্পীদের কোনো ভৌগোলিক পরিধি নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রত্যেক শিল্পীদের কোনো ভৌগোলিক পরিধি নেই। সারাবিশ্বের তারা চিরঞ্জীব হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীদের আঁকা চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল আমাদের অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছি। এরপর দিনই চিত্রপ্রদর্শনী, এটাতো বিরাট আয়োজন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দেশের যারা সৃজনশীল, ক্রিয়েটিভ আর্টিস্ট তাদের যৌথ একটি চিত্রপ্রদর্শনী হচ্ছে। শিল্প একটা বড় রকমের বহিঃপ্রকাশ, এর আবেদন সার্বজনীন। শিল্পীর তুলির ছোট ধারার মধ্যে শক্তিশালী প্রভাব প্রকাশ পায়, সেটা আমরা দেখেছি। এখানে বাংলাদেশে এবং শ্রীলঙ্কার আর্টিস্টদের ছবি দেখলাম। তাদের মধ্যে নির্দিষ্ট বৈচিত্র্য আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পিপল টু পিপল আমরা অধিকতর দাঁড়াতে চাই। তাহলে আমাদের মধ্যে হিংসাবিদ্বেষ দূর হয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘বিশেষ করে এই চিত্রপ্রদর্শনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উৎসর্গ করায় আয়োজকদের আমি ধন্যবাদ জানাই।’