২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকার থাকবে দেশ
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৫ মার্চ রাত ৯টায় ১ মিনিটের জন্য সারাদেশে ব্ল্যাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দেশের জরুরি স্থাপনা এ কর্মসূচির বাইরে থাকবে বলেও তিনি জানান।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। দেশবাসীকে এদিন এক মিনিটের জন্য বাতি নিভিয়ে রাখার অনুরোধ করছি।
২৫ এবং ২৬ মার্চের আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলো সীমিত আকারে করা হবে। এদিন বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়েতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, সাভার স্মৃতিসৌধে যেহেতু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ওখানে অতিথি থাকবেন সীমিত।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।