দারাজে র‍্যাবের অভিযান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে বনানীতে অনলাইন প্লাটফর্ম দারাজের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‍্যাব।

রোববার (১৫ মার্চ) বিকেলে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, করোনা মোকাবিলায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম হচ্ছে সবার জন্য মাস্কের মূল্য নির্ধারণ। তবে দারাজের ওয়েবসাইটে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছে। তাই এই অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। 

ম্যাজিস্ট্রেট বলেন, দারাজ ৫০ পিসের সার্জিক্যাল মাস্কের বক্স বিক্রি হচ্ছে ২২৫৫ টাকায়। অথচ পাইকারি বাজারে এই বক্সের দাম সর্বোচ্চ ৫০ টাকা।  অ্যান্টি পলিউশন সেফটি মাস্ক তিন পিস ৪৭০ টাকায়, অ্যান্টি ডাস্ট মাস্ক পাঁচ পিস ১২৫৫ টাকা, সাধারণ সার্জিক্যাল মাস্ক প্রতিটি ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এরপর সন্ধ্যা ৭টায় বনানী থেকে দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তেজগাঁও এলাকায় দারাজের ওয়্যার হাউজে আসেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সেখানেও চালানো হয় অভিযান।