করোনা মোকাবিলায় সার্ক ফান্ড গঠনের প্রস্তাব মোদির

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সার্কভুক্ত দেশগুলোতে একযোগে করোনাভাইরাস মোকাবিলায় তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তহবিলে ভারত ১০ মিলিয়ন ডলার দেবে বলে জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় রোববার (১৫ মার্চ) বিকেলে সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের ভিডিও কনফারেন্সে তহবিল গঠনের এ প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমরা একটা বড় সংকটে রয়েছি। এটি কবে শেষ হবে কেউ জানে না। তবে এটা ঠিক যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কোরোনাভাইরাস মোকাবিলায় সার্ক ফান্ড গঠন করার প্রস্তাব করছি। ভারত সরকার এই তহবিলে ১০ মিলিয়ন ডলার দেবে। ভারতের পররাষ্ট্র সচিব এটি দেখভাল করবে।

তিনি বলেন, ভারত করোনাভাইরাস শনাক্তকরণ কিট দেবে। অনলাইন চিকিৎসকদের ট্রেনিং দেবে। এ সংকট উত্তোরণে বাণিজ্য ক্ষতি পোষাতে সার্ক অঞ্চলের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (১৩ মার্চ) একাধিক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় যৌথ উদ্যোগ নিতে সার্কের সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোববার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।

প্রস্তুতি নেব, আতঙ্ক সৃষ্টি করব না: নরেন্দ্র মোদি
করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর