কুরিয়ারের গাড়িতে পার্সেলের বদলে মানুষ, লাখ টাকা জরিমানা
রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পার্সেল পণ্যের বদলে ঢাকা থেকে অতিরিক্ত ভাড়ায় আনা হচ্ছে মানুষ। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (২৫ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা বার্তা২৪.কমকে বলেন, বুধবার সকালে আহমদ কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেলের গাড়িতে করে ঢাকা থেকে যাত্রী আনা হয়। তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ও করে কুরিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি আমাদের জানান এবং তাদের যাত্রী বহনের ছবি ও ভিডিও আমাদের হাতে আসে। তথ্য-প্রমাণের ভিত্তিতে বিকেলে আমরা নগরীর কুমারপাড়ায় আহমেদ কুরিয়ার সার্ভিসে অভিযান চালাই। এসময় তারা বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানের মালিক নবুয়াত আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা।