রংপুরে পাঁচ হাজার মাস্ক বিতরণ করল ছাত্রলীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

রংপুরে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ হাজার ফেস মাস্ক বিতরণ করেছে রংপুর জেলা ছাত্রলীগ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে রংপুর নগরীর ১১টি পয়েন্টে পথচারী, অসহায়, দুস্থ, দিনমজুর ও শ্রমিকদের হাতে হাতে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট দেওয়া হয়।

এ সময় সরকার ঘোষিত সাধারণ ছুটিতে বাইরে ঘোরাঘুরি ও জনসমাগম এড়িয়ে সঙ্গরোধে থাকতে সবার প্রতি আহ্বান জানান মেহেদী হাসান সিদ্দিকী রনি।

বিজ্ঞাপন
রংপুরে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

মাস্ক বিতরণ কার্যক্রমে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুর ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুক্তার এলাহী মুরাদ, স্বাস্থ্য সম্পাদক ইয়াছির আরাফাত শুভ ও সাংস্কতিক সম্পাদক অভিনাষ কুমারসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতারা অংশ নেন।