রংপুরে জনসমাগম এড়িয়ে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জনসমাগম এড়িয়ে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, ছবি: বার্তা২৪.কম

জনসমাগম এড়িয়ে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো রংপুরেও স্বাধীনতা ও জাতীয় দিবসে কোনো অনুষ্ঠান পালিত হয়নি। তবে জনসমাগম এড়িয়ে দিবসের প্রথম প্রহরে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই রংপুর নগরী অনেকটা ফাঁকা দেখা গেছে। কোথাও লেস নেই স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের।

বিজ্ঞাপন

সকালে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের একজন করে প্রতিনিধির উপস্থিতিতে নিরাপদ দূরত্বে থেকে সার্কিট হাউসে পতাকা উত্তোলন করা হয়। পরে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করা হয় দেশমাতৃকার জন্য আত্মদান করা দেশের বীর সন্তানদের।

এদিকে, প্রতি বছর জাতীয় দিবসে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও এবার সেটি ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মডার্ন মোড়ের অর্জন ভাস্কর্যেও কাউকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি।

বিজ্ঞাপন
জনশূন্য রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার

সরেজমিনে দেখা গেছে, করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা খুব প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন তারা মাস্ক পরছেন। তবে শহরে নিম্ন আয়ের মানুষের আনাগোনা বন্ধ হয়নি এখনো।

এদিকে, জাতীয় পতাকা উত্তোলনে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলেও জেলার বেশির ভাগ প্রতিষ্ঠানে পতাকা উড়তে দেখা যায়নি।