বরিশালে স্কুলে আইসোলেশন ইউনিট চালু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশন ইউনিট

গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশন ইউনিট

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটি কক্ষে ২০ শয্যার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

স্থানীয় উপজলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আইসোলেশন ইউনিটটি খোলা হয়৷

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

তিনি জানান, সরকারের নির্দেশে উপজেলা হাসপাতালের একটি ভবনে পাঁচটি বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। এরপর করোনার প্রার্দুভাবের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন ও হাসপাতালের উদ্যোগে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০ বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ প্রয়োজন হলে রোগীরা প্রাথমিকভাবে এখানে চিকিৎসাসেবা নিতে পারবেন বলে জানান ডা. বখতিয়ার আল মামুন।