রংপুরে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

রংপুরে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

রংপুরে ব্যাটারি চালিত অটোরিকশা খাদে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছে তিনজন। এদের মধ্যে একজনের আশঙ্কাজনক। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে রংপুরের পীরগাছার বড়দরগা এলাকার রংপুর-পাওটানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী কুতুব উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কল্যাণী ইউনিয়ন পরিষদ সদস্য তবারক আলী জানান, দুপুরে যাত্রী বোঝাই অটো রিকসাটি রংপুর থেকে পাওটানা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই অটোরিকশায় থাকা  বৃদ্ধ যাত্রী কুতুব উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে দুর্ঘটনায় চালকসহ গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজন আশঙ্কাজনক রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন