বরিশালে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ প্রশাসনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ত্রাণ বিতরণ, ছবি: সংগৃহীত

ত্রাণ বিতরণ, ছবি: সংগৃহীত

বরিশালে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর ৩২১ পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার ১০ উপজেলায় এসব পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার ৩২১ পরিবারের মাঝে তিন হাজার ২১০ কেজি চাল, এক হাজার ৬০৫ কেজি আলু, ৬৪২ কেজি মুসুরির ডাল বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জনস্বার্থে এসব ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।