অসহায় মানুষদের পাশে রেলওয়ে নিরাপত্তা বাহিনী
করোনা সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকার সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন এগিয়ে আসছে এসব অসহায় মানুষদের পাশে। তারই ধারাবাহিকতায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, চট্টগ্রাম জেনারেল চৌকির পক্ষ থেকে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম খাবার বিতরণ বিষয়ে বার্তা২৪.কম-কে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, চট্টগ্রাম জেনারেল চৌকির পক্ষ থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় নিম্ন আয়ের ভাসমান অসহায় প্রায় ২০০ মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কর্মকর্তারা সবাই আর্থিক সহায়তা দিয়ে ফান্ড তৈরি করা হয়েছে। সেই ফান্ড দিয়েই চলমান পরিস্থিতিতে খাবার বিতরণ কার্যক্রম চলবে।
এছাড়, জাতীয় এই দুর্যোগময় সময়ে, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।