শতাধিক দুস্থকে রিপোর্টার্স ইউনিটির খাদ্য সহায়তা প্রদান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনার প্রভাবে নিরুপায় হয়ে পড়া অসহায় দুস্থদের খাদ্য সহায়তা প্রদান করেছে রংপুর রিপোর্টার্স ইউনিটি (আরপিআরইউ)। এসময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে তাদের প্রতি আহ্বান জানান আরপিআরইউ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরীর কেরানীপাড়া চৌরাস্তার মোড়ে শতাধিক কর্মহীন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চাল, ডাল, আলু, সাবান ও ফেস মাস্ক রয়েছে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আসা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী এ ধরণের খাদ্য সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবেন জানান রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম রহমতুল্লাহ অপু।

এসময় আরপিআরইউ এর সহ-সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ইমরোজ ইমু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা ব্যক্তিগত অর্থায়নে করোনা দুর্যোগে অসহায় দুস্থ মানুষদের পাশে দাড়াতে খাদ্য সহায়তা প্রদান এই কার্যক্রম শুরু করেছে।