কালীগঞ্জে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাট জেলার মানচিত্র

অবৈধ বালু উত্তোলনের দায়ে এরশাদ হোসেন (৪৩) নামের এক ড্রেজার মেশিনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

অর্থদণ্ডপ্রাপ্ত এরশাদ হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মধুর বাজরের গেন্দার পাড় গ্রামের মৃত সৈয়দ মিয়া ছেলে ।

জানাগেছে, উপজেলার মদাতী ইউনিয়নের মধুর বাজরের পাশেই একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ওই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান বার্তা২৪.কম-কে সত্যতা নিশ্চিত করেন।