বুধবার থেকে আরও আট জেলায় স্মার্টকার্ড বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগামী ৮ আগস্ট বুধবার থেকে দেশের আরও আটটি জেলার ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়া হবে। এলক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বিজ্ঞাপন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের জনবল দিয়ে স্মার্টকার্ড উৎপাদন করছি। আমরাও পারি এটা প্রমাণ করেছি।’

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ৯ কোটি স্মার্টকার্ড পাইনি। তবে আমি মনে করি, দেশে উৎপাদন করে ২০১৯ সালের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পারব।

বিজ্ঞাপন

যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে- ভোলা, ময়মনসিংহ, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর।