নিরাপদ সড়ক আন্দোলনে হামলায় ইইউ-এর উদ্বেগ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নামে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ( ইইউ) রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার ( ৭ আগস্ট) সকালে ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব জানানো হয়।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার পর্যন্ত সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও শুক্রবার থেকে হামলার শিকার হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকরা।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ সড়ক ও শ্রেয়তর যানবাহনের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের সব মানুষকে এক কাতারে আনাসহ সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বিজ্ঞাপন