দেশের করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের তথ্যই সঠিক
বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) যে তথ্য সরবরাহ করবে সেই তথ্যই সঠিক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ।।
এর আগে এক প্রোগ্রামে দেশের করোনা পরিস্থিতির তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন।
এ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, স্বাস্থ্য মন্ত্রী তখন যে তথ্য বলেছেন, ওই সময় ওই তথ্যই সঠিক ছিল। আইইডিসিআর ওই তথ্য মন্ত্রীকে সরবরাহ করেছে। তখন ওটা প্রাথমিক তথ্য ছিল। এখন আমরা যে তথ্য বলছি এটা সঠিক।
সোমবার (৬ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ এসব কথা জানান।
ব্রিফিং এর শুরুতেই আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে দেশে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন জন। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
যদিও এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১৭ জন।