ত্রাণ তহবিলে ৩৫ লাখ টাকা দিলেন মেয়র সাদিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

করোনাভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীর কর্মহীন ও অসহায় মানুষদের সহযোগিতায় ত্রাণ তহবিলে ৩৫ লাখ ৫৪ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে মেয়র হিসেবে দায়িত্বকাল থেকে এ পর্যন্ত পাওয়া সম্মানীসহ অন্যান্য ভাতার সব টাকাই ত্রাণ তহবিলে দেন তিনি।

এর আগে বিসিসির পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। করপোরেশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালের ২৩ অক্টোবর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার মেয়রের নির্দেশে করোনায় নগরীর অসহায় মানুষদের সাহায্যে গঠন করা হয় বিসিসি ত্রাণ তহবিল। যার হিসাব নম্বর- STD-0100212748191, জনতা ব্যাংক বরিশাল কর্পোরেট শাখা।

এ তহবিলে মেয়র নিজে তার দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত তার সম্মানী, জ্বালানি তেলের বিল ও অন্যান্য ভাতাদি থেকে প্রাপ্য ৩৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেন।

বিজ্ঞাপন