নাটোরে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিদের ৬ পরিবার লকডাউন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নাটোরের সিংড়ায় আসা ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের ৬ পরিবারকে স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধায়নে লকডাউন করা হয়েছে। পাশাপাশি ওই ৬ পরিবারের নমুনা সংগ্রহে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জে গার্মেন্টস ও রিকশা চালানোর কাজে নিয়োজিত ৬ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে উপজেলার চামাড়ী ও হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারি, বাহাদুরপুর ও নারায়নপুরে নিজ নিজ গ্রামে ফিরে আসে। আসার পরই ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে সোমবার তাদের বাড়ি লকডাউন করা হয়। পৃথক মেডিকেল টিম ৬ ব্যক্তির নমুনা সংগ্রহে পাঠানো হয়েছে।