লালমনিরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের হাতীবান্ধায় আহিমা বেগম আঁখি (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে স্বামী সাইয়াকুল ইসলাম পলাতক রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার উওর পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গৃহবূধ আহিমা বেগম আঁখি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার সরকারেরহাট এলাকার আমির হোসেনের মেয়ে এবং তার স্বামী সাইয়াকুল ইসলাম উওর পারুলিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, প্রায় দুই বছর আগে সাইয়াকুল ইসলামের সাথে বিয়ে হয় আহিমা বেগম আঁখির। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করতেন স্বামী সাইয়াকুল। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আঁখিকে মারধর করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। ওই রাতে স্বামী সাইয়াকুলসহ তার পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বুধবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ আঁখির মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এদিকে মেয়ের বাবা আমির হোসেন হাতীবান্ধা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। তিনি বলেন, বিয়ে পর থেকে সাইয়াকুলসহ তার পরিবারের লোকজন আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, আঁখিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।