৪০ হাজার মার্কিন ডলারসহ ভারতের নাগরিক আটক
ঢাকা: বেনাপোল স্থলবন্দর দিয়ে মুদ্রা চোরাচালানের সময় ৪০ হাজার মার্কিন ডলারসহ শেখ জিসান নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (৭ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেনাপোল স্থল বন্দর দিয়ে মুদ্রা চোরাচালান হবে মর্মে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট গোপন সংবাদ আসে। সে সংবাদের ভিত্তিতে শেখ জিসান নামের একজন ভারতীয় নাগরিক কাস্টমস ইমিগ্রেশন সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পরে তার জুতা কেটে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক শেখ জিসান কলকাতার ইকবালপুর লেইনের বাসিন্দা। তার পাসপোর্ট নং-L9325644 । এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।