রংপুরে ৫০টি আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর শিশু হাসপাতাল/ছবি: বার্তা২৪.কম

রংপুর শিশু হাসপাতাল/ছবি: বার্তা২৪.কম

রংপুরে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে ৫০টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেয়া হয়েছে। নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতালে ওই বেড স্থাপনে কাজ শুরু করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে প্রথম পর্যায়ে ১০টি বেড স্থাপনের কাজ শুরু হয়। সব ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্যে এই ১০টি বেড স্থাপনের কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। তবে গুরুতর আক্রান্তদের জন্য আইসিইউ বেড ছিল না।

বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান বার্তা২৪.কমকে বলেন, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে রংপুরে ৫০টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেয়া হয়। করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। আজ সকালে বেড স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। বর্তমানে ১০টি আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু করেছে প্রকৌশলীরা। পর্যায়ক্রমে বাকি বেডগুলো স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

এসময় ডা. আমিন আহমেদ খান জানান, রংপুর বিভাগে এখন (১২ এপ্রিল) পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সন্দেহজনক ১১ জন রয়েছেন। এরা সকলেই বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইসোলেশনসহ বাড়িতে পর্যবেক্ষণে আছেন। রংপুরে বেড প্রস্তুত হবার আগে যদি কারো আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে করোনা আক্রান্তদের রোগীদের চিকিৎসায় প্রাথমিকভাবে রংপুর জেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, হারাগাছ হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় শতাধিকের বেশি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।