জাবালে নূরের ৬ বাস আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ রোড পারমিট বাতিল করা সত্ত্বেও জাবালে নূরের পরিবহনের ৬ টি বাস রাস্তায় নামানোর অভিযোগে আটিক করেছে র‍্যাব।

শনিবার (১১ আগস্ট) দুপুরের র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে বলা হয়, গোয়েন্দা তথ্য ছিল র‍্যাবের কাছে যে জাবালে নূরের পরিবহনের ৬ টি বাসের রোড পারমিট বাতিল হওয়া সত্ত্বেও রাস্তায় নেমেছে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৬ টি বাস আটক করে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআরটিএ এর রুট পারমিট না থাকা স্বত্ত্বেও জাবালে নূর পরিবহনের এই ৬ টি বাস দিয়ে যাত্রী আনা নেওয়া করত বলে অভিযোগ আসে আমাদের কাছে। এই অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ৬ টি বাস আটক করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-৪ সদস্যরা।

বিজ্ঞাপন

বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।