ঝুঁকি নিয়ে রাস্তা পার: অসতর্কতাই বিপদে মূল্যবানজীবন

  • ফটো ও স্টোরি সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে শতাধিক ফুটওভার ব্রীজ থাকলেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় পুরুষ-নারী শিশুসহ সবাইকে। তাদের এই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে একটু অসর্তক হলেই হারাতে পারে মূল্যজীবনটি -এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই।

সময়কে মুল্য দিতে গিয়ে জীবনের ঝুঁকিও নিতে ব্যস্ত থাকে নগরবাসী। এমনটিই দেখা মিলে অতিশ দীপঙ্কর সড়কে।

বিজ্ঞাপন

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের তিনটি মুখ তার একটি হচ্ছে অতীশ দীপঙ্কর সড়কের দিকে। এই ছবিতে দেখা যাচ্ছে স্কুল ছাত্র রোডের মাঝখানের ডিভাইডার টোপকে রাস্তা পার হচ্ছে, ঠিক ঐ মুহূর্তে একজন লোক ব্যস্ততম রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে দেখছেন যা কিনা খুবই বিপদজনক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533976037664.jpg

ফ্লাইওভার দিয়ে গাড়ি নামছে বিভিন্ন গতিতে ব্যস্ত সড়ক রাস্তা পার হওয়ার জন্য সরকার ফুটওভার ব্রীজ দেয়ার পরও তা ব্যবহার না করে নীচ দিয়ে পার হওয়ার সময় রাস্তা দাড়িয়ে অতিথি আপ্যায়ন করতে দেখা যায় এই ছবিটিতে।

 https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533976141754.jpg

রাজধানীর অধিকাংশ ফুটওভার ব্রীজের চিত্রই এমন। সরকার লাখ লাখ টাকা খরচ করে রাজধানী জুড়ে ফুটওভার ব্রীজ তৈরি করলেও অসচেতনতার কারণে তা ব্যবহার করছে না নগরবাসী। ঠিক এমনটি দেখা মিলে রাজধানীর বিভিন্ন জায়গায়।

 https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533976159617.jpg

মাথার ওপর ফুটওভার ব্রীজ থাকার পরেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার কথা জানতে চাইলে, শফিকুল নামের এই ব্যক্তি বলেন মুরুব্বির কোমরে ব্যথা তাই নীচ দিয়েই নিয়ে যাচ্ছি ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533976180828.jpg

রাস্তার ওপারে গাড়ি রেখে ড্রাইভার ভাই নিজেই স্যারের পুত্রকে তাড়াহুড়ো করে ফুটওভার ব্রীজ ব্যবহার না করে নীচ দিয়েই পার হচ্ছে।

তখনও গাড়ি থামার সিগন্যাল দেয়নি ট্রাফিক। চলন্ত রাস্তায় যেকোন মুহূর্তে ঘটে যেতে পারত দুর্ঘটনা। অথচ পাশেই রয়েছে যাতায়াতের ফুটওভার ব্রীজ । রাস্তা পার হয়ে বলেন, সময় কমতো তাই ওঠা হয় না। এভাবেই যাতায়াত করি, অভ্যস্ত হয়ে গেছি।