যত্রতত্র ইফতারি তৈরি-বিক্রয় করা যাবে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে পবিত্র মাহে রমজানে ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) রমজান মাসকে কেন্দ্র করে ইফতার ও সেহেরির ক্ষেত্রে সিএমপি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬টি নির্দেশনার কথা জানানো হয়েছে।   

বিজ্ঞাপন

নির্দেশনাগুলো হলো—

১। ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না।
২। রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে।
৩। সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রয় করা যাবে না।
৪। রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রয় করা যাবে না।
৫। কোথাও কোন ইফতার পার্টির আয়োজন করা যাবে না।
৬। সিএমপি'র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

বিজ্ঞাপন

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে দেশ ও জাতির স্বার্থে উপরিউক্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।