চলনবিলের ৬ কৃষক পেল কম্বাইন হার্ভেস্টার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনা দুর্যোগে ধান কাটা শ্রমিক সংকট মোকাবেলায় চলন বিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ৬ কৃষকের মাঝে ধান কাটা, মাড়াই ও ঝাড়র কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে ২৮ লাখ ৫০ হাজার টাকার এই মেশিন ৫০% ভর্তুকি মূল্যে কৃষি কর্মকাণ্ডে পারদর্শী ৬ কৃষকের মাঝে হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার(১ মে) দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে অত্যাধুনিক প্রযুক্তির এই মেশিনগুলো হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

মেশিন বরাদ্দপ্রাপ্ত কৃষকরা হলেন ডাহিয়া ইউনিয়নের মো. রইচ উদ্দিন ও আজিজুল ইসলাম, চক সিংড়ার আবু বকর সিদ্দিক রকি, মহেশচন্দ্রপুরের এমদাদুল হক, চৌগ্রাম ইউনিয়নের সরফনেওয়াজ বাবু, পৌর এলাকার কৃষক মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসারর সাজ্জাদ হোসেন জানান, এই অর্থবছরে এর আগে আরো ৬টি মেশিন হস্তান্তর করা হয়েছে। আজকে ৬টি এবং এরপর আরও ২টি মোট ১৪ টি কম্বাইন হার্ভেস্টার মেশিন ১৪ জন কৃষকের মাঝে হস্তান্তর করা হবে।