বিড়ির শুল্ক কমানোর দাবি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ হেলাল উদ্দীনের পক্ষে তার মামার শ্রমিক নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করছেন, ছবি: বার্তা২৪.কম

শেখ হেলাল উদ্দীনের পক্ষে তার মামার শ্রমিক নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করছেন, ছবি: বার্তা২৪.কম

২০২০-২১ অর্থ বছরে বিড়ির ওপর বিদ্যমান শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা। বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

শুক্রবার (৮ মে) বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা শেখ হেলাল উদ্দীনের খুলনার বাসভবনে গেলে তার মামা আনিসুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে তারা দাবি করেছেন, বিড়ির ওপর বিদ্যমান কর কমাতে হবে, বিড়ি শিল্পকে কুটির শিল্পের মর্যাদা দিতে হবে, দেশে ২০ লাখ বিড়ি শ্রমিকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে, বহুজাতিক তামাকজাত কোম্পানির ওপর অতিরিক্ত কর ধার্য করে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, ফেডারেশনের সদস্য জিপুলি বেগম ও মো. আব্দুল কাদেরসহ ৬০/৭০ জন বিড়ি শ্রমিক।

বিজ্ঞাপন