নাটোরে মুক্তির পর ১৭ কয়েদি পেল ফুল-ইফতার
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাটোর জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে লঘু দণ্ডে দণ্ডিত আরো ১৭ জন কয়েদিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এসময় তাদের নতুন জীবনে পদার্পণ উপলক্ষে ফুল ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এ নিয়ে নাটোরে মোট ৩০ জন কয়েদি মুক্তি পেলো। মুক্তিপ্রাপ্ত সবাই মাদক মামলার কমপক্ষে ১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিল। অনাড়ম্বর এই আয়োজনে কারাগার থেকে বন্দিদশা থেকে মুক্ত কয়েদিরা সাধারণ ক্ষমার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও মুক্ত জীবনে আর কখনো অপরাধ জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন।
শনিবার (৯ মে) দুপুরে কারাগার চত্বরে বন্দিদের মুক্ত করে তাদের হাতে ফুল ও ইফতার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা কারাগারের সুপার আব্দুল বারেক উপস্থিত ছিলেন।
জেল সুপার আব্দুল বারেক জানান, করোনা পরিস্থিতিতে কারাগারে বন্দিদের সুস্থ জীবন নিশ্চিত করতে সারাদেশের ৬৮টি কারাগার থেকে অনধিক এক বছরের সাজাপ্রাপ্ত মোট দুই হাজার ৮৮৪ জন কয়েদিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে নাটোর জেলা কারাগারে রয়েছে মোট ৩০ জন। গত সপ্তাহে ১১ জনকে মুক্তি দেয়া হয়েছে। অবশিষ্ট ১৯ জনের মধ্যে দুইজনের সাজার মেয়াদ ইতোমধ্যে শেষ হপুয়ায় তারা মুক্তি পেয়েছেন। বাকি একজন মহিলাসহ ১৭ জন আজ মুক্তি পেল। এসব কয়েদির বেশিরভাগই মাদক মামলায় সাজাপ্রাপ্ত। দুই’শ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নাটোর জেলা কারাগারে বর্তমানে ৮৭২ জন বন্দি রয়েছে বলে জানান জেল সুপার।
এসময় সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েদিদের উদ্দেশে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, সরকার সাজা মওকুফ করে আপনাদের মুক্তি দিয়েছে— যাতে করে আপনারা সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এই সুযোগ কাজে লাগিয়ে কর্মজীবনে ফিরে গিয়ে পরিবার ও দেশের জন্যে কাজ করবেন।