চিকিৎসা না পাওয়ার অভিযোগে তারাগঞ্জ হাসপাতাল ভাঙচুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ছবি: বার্তা২৪.কম

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ছবি: বার্তা২৪.কম

চিকিৎসা না পাওয়ার অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব অবহেলার প্রতিবাদে কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেছেন তারা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি কক্ষের জানালাসহ বেশি কিছু আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। তবে ভাঙচুরকারীদের বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, আজ (১৪ মে) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের নুরুল হোসেনের ছেলে নজরুল ইসলাম লিমন (১৭) তার সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। ওই সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লিমন আঘাতপ্রাপ্ত হলে তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্বজনেরা লিমনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন রোগীর স্বজনরা।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িতে করে লিমনকে রংপুরে নেওয়ার পথে করোনার নমুনা পৌঁছে দেওয়ার জন্য গাড়ির চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নেওয়া হয়। একারণে আরও ক্ষুদ্ধ হন রোগীর স্বজনরা। তারা ভোগান্তির অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ভাঙচুর করেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন লিমনের বাবা নুরুল হোসেন। তিনি বলেন, আমার ছেলেকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। সেই সময় মাঝপথে গাড়িটি ফিরিয়ে নিয়ে আসার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এদিকে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী ফিদা তাসকিয়া নোভা জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করতে বলা হয়।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, করোনা টেস্টিং নমুনা নিয়ে রোগীর স্বজন ও দায়িত্বরত কর্মকর্তাদের ভ্রান্ত ধারণা হতে এমনটা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।