ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার তাপসের
ডিএসসিসিকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কর্মদিবসেই নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকতর্কতাদের। আগামী পাঁচ বছর সবাইকে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সাথে সেবার ব্রত নিয়ে স্ব স্ব দায়িত্ব পালন করবেন।
রোববার (১৭ মে) করপোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনো শৈথিল্য বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র বলেন, এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হয়, তাতেও পিছপা হব না।
সভার শুরুতেই তিনি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার শিকার সবার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের (১৭ মে) শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকও বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সবাইকে সরকারের বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিটি করপোরেশনের কার্যক্রম আইন, নীতিমালা ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন মেয়র ফজলে নূর তাপস।
তার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কর্মকর্তারা আন্তরিকভাবে সততার সাথে সেবার মনোভাব নিয়ে নগরবাসীর সেবাদানে এগিয়ে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।