পটুয়াখালীতে আট কিলোমিটার বাঁধ বিধ্বস্ত

  ঘূর্ণিঝড় আম্পান
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে আট কিলোমিটার বাঁধ বিধ্বস্ত

পটুয়াখালীতে আট কিলোমিটার বাঁধ বিধ্বস্ত

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে জলোচ্ছ্বাসে পটুয়াখালী জেলার ৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার সকল উপজেলাতেই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকায় বাঁধের উপরে পানি প্রবাহিত হয়। এ সময় বিপদ সীমার ১৭৬ সেন্টিমিটার ( প্রায় ৬ ফিট) উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বিজ্ঞাপন

জেলায় মোট আট কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভাজনা এবং দশমিনা উপজেলার রংগোপালদী ইউনিয়নের বুরির কান্দা এলাকার বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের তথ্য উপাত্ত সংগ্রহ করে দ্রুত তা মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন