কুড়িগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নে গলা কেটে বিউটি বেগম (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। আর এ হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চাকিরপাশা ইউনিয়নের রতিরাম কোমলওঁঝা চওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ বিউটি বেগম (২৩) কোমলওঁঝা চওড়া গ্রামের বাশারত উল্লাহ’র মেয়ে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার জানান, ৭ বছর আগে বিউটি বেগমের সঙ্গে রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আব্দুল মতিনের ছেলে হাবিবুর রহমানের (২৬) বিয়ে হয়। তাদের ঘরে ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে বিউটি বেগমকে তার বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গায় গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী হাবিবুর রহমান। এ ঘটনায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে নিহত বিউটি বেগমের পরকীয়া ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে হাবিবুর রহমান। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।