খুলনায় রঙ রুটে মোটরসাইকেল, বাসচাপায় আরোহী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

খুলনায় সেবা গ্রীনলাইন বাসের চাপায় ফয়সাল শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (০৪ জুন) সকালে খুলনার রূপসার জাবুসা কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল রুপসা তিলক এলাকার মান্নান শেখের ছেলে।

বিজ্ঞাপন

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসার জাবুসায় রঙ রুট দিয়ে তেল নিতে যাবার সময় কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে সেবা গ্রীনলাইনের বাস চাপায় ফয়সাল শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি খুলনা বিদ্যুৎ অ‌ফিসের কর্মচারী। কর্মস্থলে যাওয়ার প‌থে তেল নিতে ফি‌লিং স্টেশনে যাবার সময় ঢাকাগামী সেবা গ্রীন লাইনের ঢাকা মেট্রো ব ১৫-৩৯৮৮ বাস‌টি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়। মূলত রঙ রুটে মোটরসাইকেল চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক বাস‌টিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক। ফয়সালের মরদেহ খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তি‌নি।

বিজ্ঞাপন