টাঙ্গাইলে বাসের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার আহাজারি, ছবি: বার্তা২৪.কম

বাবার আহাজারি, ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মাজেদুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা শহীদুল ইসলাম।

তাদের বাড়ি নাগরপুর উপজেলার বারড়া ইউনিয়নের উরাডাব গ্রামে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, সকালে বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে পাকুল্লা এলাকা পার হচ্ছিলেন মাজেদুর রহমান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কনক পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে বাবা-ছেলে মোটরসাইকেল থেকে পড়ে যান। ঠিক তখনই বাসটি মাজেদুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে আহত হন তার বাবা শহিদুল।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।