বরিশাল বিভাগে আরও ৫৭ জন করোনায় আক্রান্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে শুধু বরিশাল জেলায় ৪৩ জন আক্রান্ত হয়েছেন। বাকি ১৪ জনের মধ্যে পটুয়াখালীতে ৬ জন, বরগুনায় ৬ জন, ভোলা ও ঝালকাঠি জেলায় ১ জন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ৮০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ১৫৯ জন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, বরিশাল জেলায় করোনায় মোট আক্রান্ত ৪৬৮ জন, পিরোজপুরে ৭৮ জন, বরগুনায় ৭৭ জন, পটুয়াখালীতে ৭২ জন, ভোলায় ৫৩ জন ও ঝালকাঠিতে ৫৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে ৪ জন, বরিশাল নগরের কাজীপাড়ায় ১ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদীতে ২ জন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ২ জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে ১ জন করে ২ জন, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুরে ১ জন করে ২ জন ও ভোলার লালমোহনে ১ জন রয়েছেন।

বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল।