কুষ্টিয়ায় মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় মাস্ক না পরার অপরাধে ৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ জুন) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। তবে এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণও করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও মোছাঃ খাদিজা খাতুন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, সমাজের প্রতিটি মানুষই এখন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বর্তমান পরিস্থিতির বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা মানব সমাজের জন্য হুমকিস্বরূপ।

স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাস্ক পরিধানের গুরুত্ব ও শাস্তি আরোপের বিষয়টি প্রচার প্রচারণার পরও না মানায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মাস্ক ব্যবহার না করার দায়ে কুষ্টিয়া জেলা শহর ও বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৩০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ডের শাস্তি প্রদান করা হয়।

শাস্তি আরোপের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে শাস্তিপ্রাপ্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপড়ের তৈরি মাস্ক উপহার দেওয়া হয় বলেও জানান তিনি।