মধ্যপ্রাচ্যে সরকার প্রবাসীদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন/ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন/ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন  শুক্রবার (১২ জুন) এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রবাসীরা বিদেশে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে পারেন এ জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে  মধ্যপ্রাচ্যে। করোনা মহামারীর কারণে তেলের দাম পড়ে যাওয়ায় সেই সকল দেশের সরকার প্রবাসী শ্রমিকদের দেশে

ফিরে যেতে উদ্যোগ নিয়েছে।আমরা মধ্যেপ্রাচ্যের অনেক সরকারের সঙ্গে আলোচনা করেছি।

বিজ্ঞাপন

এরই পরিপ্রেক্ষিতে তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে। এদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব,  জর্ডান, ওমান, কাতার, কুয়েত এ দেশগুলোকে আমরা বলেছি,  তোমাদের দেশে আমাদের শ্রমিকেরা মরুভূমিকে একেবারে সবুজ করে ফেলেছে। এক সময় শাকসবজি তোমরা বিদেশ থেকে আনতে। আমাদের এ প্রবাসীদের যদি তোমরা রাখো, তাহলে তারা আরো বেশি করে মরুভূমিকে বাংলাদেশের মত সুজলা সুফলা গড়ে তুলবে।

তিনি বলেন, আমি সেই দেশের সরকারগুলোকে বলেছি তোমরা তাদের অন্য কাজে সম্পৃক্ত করতে পারো, আমরা সহযোগিতা করব।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত আমরা বলেছি, তোমরাতো হালাল গোস্ত খাও। তোমরা অস্ট্রেলিয়া-ব্রাজিল থেকে মাংস নেও। এখন থেকে তোমরা আমাদের কাছ থেকে হালাল গোস্ত নেও, চিকেন নেও। চাইলে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে পারো, তাহলে তোমাদের দেশের লোক খুশী হবেন।