রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন
সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে রোববার (১৪ জুন) বনানী কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তার একান্ত ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেন।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই মায়ের কবরে শায়িত হবেন।
এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মোহাম্মদ নাসিম যেহেতু করোনায় আক্রান্ত ছিলেন তাই তার মরদেহ সংসদে না আনাও হতে পারে। সেক্ষেত্রে বনানী কবরস্থানের পাশেই তার জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা সংকটজনক