বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার (১২ জুন) সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় কাহালু উপজেলার নাইম (১৪), বিকেলে শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), দিবাগত রাত ৯টায় শিবগঞ্জের রাব্বি (৪৫), রাত ১০টায় কলোনির শামীম আহম্মেদ বুলু (৫৬) মারা যান। রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসার পথে বিজন কুমার নিয়োগী (৫২) মারা যায়। এছাড়া শনিবার (১৩ জুন) সকালে পাবনার ইমরান নাজির (৩৬), বারোপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।

তিনি আরও জানান, মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিল, পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। শুধু মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন বলে জানান ডা. শফিক আমিন কাজল।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছে। মোট আক্রান্ত ১১৮৬ জন, সুস্থ হয়েছেন ৮৬ জন।