অনির্দিষ্টকালের জন্য বালিয়াকান্দি হাসপাতাল লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের জরুরী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) বিকালে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই লকডাউন ঘোষণা করা হয়। হাসপাতাল লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাফিন জব্বার।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাফিন জব্বার জানান, উপজেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ জনের নমুনার মধ্যে আজ ৭ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে হাসপাতালের একজন চিকিৎসকসহ মোট চারজন রয়েছেন। ফলে কন্টাক্ট ট্রেসিং এবং সংক্রমণ যেন আরো ছড়িয়ে না পড়ে সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালের জরুরী বিভাগ ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে হাসপাতালের সকল স্টাফদের করোনা পরীক্ষার পর যদি ফলাফল নেগেটিভ আসে তখন সাথে সাথে হাসপাতালের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় মোট ১১৫জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।