কোম্পানীগঞ্জে ইয়াবা সেবনকালে আটক ছাত্রলীগ নেতা সাজাপ্রাপ্ত ও বহিষ্কার

  • গিয়াস উদ্দিন রনি, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

মাকসুদুর রহমান ওয়াসিম

মাকসুদুর রহমান ওয়াসিম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা সেবনকালে আটক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছেন।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞাপন

রোববার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের তারিন কটেজের সামনের একটি বাসা থেকে মাকসুদুর রহমান ওয়াসিমকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করেন স্থানীয়রা। এরপর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাকসুদুর রহমান ওয়াসিম সংগঠনবহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

মাকসুদুর রহমান ওয়াসিম হলেন উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।