প্রধানমন্ত্রীর নামে লক্ষ্মীপুরে কোরবানি

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুরে ৩টি গরু কোরবানি দেয়া হয়েছে।

বুধবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কোরবানি দেয়া হয়। পরে অসহায় নারী-পুরুষদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর উদ্যোগে মাংস বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সমাজসেবক মোখলেছুর রহমান ও যুবলীগ নেতা কেএম বাপ্পি কবির প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এতে আর্থিক সহযোগিতা করেন।

আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান পার্লামেন্ট ছেড়ে দিয়েছেন। কিন্তু বাংলার সাধারণ মানুষকে ছাড়েননি। তিন ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের কল্যাণে কাজ করেন। বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোরবানি দেয়া হয়েছে। কোরবানির মাংস গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন