সাভারে করোনায় মৃতদের দাফনে আগ্রহীদের প্রশিক্ষণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি/ছবি: সংগৃহীত

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি/ছবি: সংগৃহীত

সাভারে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন ও কাফনে আগ্রহী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও কাফনে আগ্রহী স্বেচ্ছাসেবক নারী ও পুরুষের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য তাদের আবেদন করার জন্য বলা হয়েছে। উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি বরাবর এই আবেদন পাঠাতে হবে। এখানে আগ্রহী নারী ও পুরুষ উভয়কেই আবেদনের জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করে সাধারণ মানুষ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। এ ধরনের কাজের সাথে সম্পৃক্ততা পাওয়া মাত্র করোনাভাইরাস প্রতিরোধ কমিটি তাদের বহিষ্কার করবে। এছাড়া বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সাভারে গত ১৫ জুন পর্যন্ত মোট ৩ হাজার ২১৮ জনের নমুনা সংগ্রহ করা হলে ৭২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ১৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যুবরণ করেন ২৩ জন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৯ জন। হোম আইসোলেশনে আছেন ২৯৬ জনেরও বেশি রোগী। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায়।