যমুনায় ড্রেজার দি‌য়ে বালু উত্তোলন, দুইজন‌কে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দা‌য়ে দুইজন‌কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকা‌ন্দি এলাকায় অভিযান চালিয়ে দুইজন‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহু‌ড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছে‌লে মোজা‌হিদ (২৭) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছে‌লে আব্দুস ছালাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতু সংলগ্ন উত্তর পাশের উপজেলার সিরাজকা‌ন্দির যমুনা নদী থে‌কে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ক‌রে আসছিলো ব্যবসায়ীরা। এ ঘটনায় সকালে যমুনা নদী‌তে অভিযান চালিয়ে লোড ড্রেজার মেশিনের চালক ও কা‌র্গো ট্রলারের চালক‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।