মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
মেহেরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দবির উদ্দীন নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাক অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাইনুন্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পুকুর খনন করে বালু বিক্রি করছে দবির হোসেনসহ কয়েকজন। এতে আশে পাশের জমি ধ্বসের আশংকা দেখা দেয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামসহ দবির উদ্দীনকে আটক করা হয়।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে দবির উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়। জরিমানা পরিশোধ ও ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকার মুচলেকায় দবির উদ্দীনকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত।